দরিদ্র রোগীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

0
277

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার জন্য কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান প্রদান অনু্ঠানে অসচ্ছল ও দরিদ্র রোগীদের প্রতি চিকিৎসকদের বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এ কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহিব আরো বলেন, ‘করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করতে গিয়ে অনেক চিকিৎসক প্রাণ বিসর্জন দিয়েছেন। দেশের মানুষ চিরদিন তাদের এ আত্মাহুতিকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।’ প্রতিমন্ত্রী বলেন,’ চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
আলোকিত/০১/০৬/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here