ইমরান হোসেন (বিশেষ প্রতিনিধি): ৩০ মে রোজ বৃহস্পতিবার ২০২৪। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি’র প্রতিষ্ঠা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কাফরুল থানা অন্তর্ভুক্ত ১৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইব্রাহিমপুর বাজারে এক দোয়া মাহফিল ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।
শিমুল হোসেন ফারুক এর সভাপতিত্ব ও ইউনুছ মিয়া আফজালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি ডা: জাহেদুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রুহুল কবির রিজভী বলেন আজকের দিনটি অত্যন্ত বেদনাদায়ক কারন আজকের এই দিনে দেশের একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে। দেশের সকল দুর্যোগে জাতির ত্রাণকর্তা হিসাবে তিনি আবির্ভূত হয়েছিলেন। ১৯৭১ সালে আওয়ামী নেতৃত্ব যখন দোদুল্যমান,তাড়া যখন কোন দিকনির্দেশনা দিতে পারছিলেন না,ঐ সময় সেনাবাহিনীর একজন মেজর চট্টগ্রাম থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতি কে তিনি উদ্ভুদ্ধ করেছিলেন।
রুহুল কবির রিজভী আরো বলেন আবার ৭৫ সালে আজকে যারা ক্ষমতায় আছে তাদের পূর্বসূরিরা অনাকাঙ্ক্ষিত ঘাত-প্রতিঘাত,সংঘাতের মধ্য দিয়ে জাতি কে যখন একটা অন্ধকারের মধ্যে ফেলে দেয়। তখন সিপাহী জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমান কে রাজনীতি ও ক্ষমতার সামনে নিয়ে আসে। এই সেই ব্যাক্তি যিনি মানুষের কথা বলা,সংবাদপত্রের স্বাধীনতা, একটা মুক্ত বাতাস তৈরি করেছিলেন। এই জাতি কোন দিন এই অবিস্মরণীয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে ভুলে যাবে না।
শহীদ জিয়াউর রহমান না থাকলে আমরা গনতন্ত্র পেতাম না,শহীদ জিয়াউর রহমান না থাকলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকতো না। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ঐ সময় বাকশাল যেভাবে কায়েম করা হয়েছিলো তা এখনো অব্যাহত রাখার প্রচেষ্টা চলছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ সম্প্রতি ঘূর্নিঝড় রোমেল এর আঘাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে পাচ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। দোয়া ও রান্না করা খাবার বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কাফরুল থানা বিএনপি’র আহবায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল,সিনিয়র যুগ্ম আহবায়ক আকরামুল হক,যুগ্ম আহবায়ক ফজলুর রহমান মন্টু,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,যুগ্ম আহবায়ক জি এস কামাল,সদস্য ওয়াহিদ আলম।
আরও উপস্থিত ছিলেন কাফরুল থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো:সুমন হোসেন,, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহীন খান,কাফরুল থানা শ্রমিক দল সদস্য সচিব মো রুবেল হোসেন মহিলা দলের আহবায়ক নাজমা বেগম সহ কাফরুল থানা বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠন এর বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোকিত/৩১/০৫/২০২৪/আকাশ
জিয়াউর রহমান না থাকলে আমরা গণতন্ত্র পেতাম না : রিজভী

-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -