মোঃ ফরহাদ রেজা : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগীতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ মে সকালে উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর উদ্যোগে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মদন মোহন ঘোষের সার্বিক সহযোগিতা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সজল ভদ্র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন উপ পরিচালক মলয় কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপ সহকারী পরিচালক মোঃ আতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, সাবেক জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন,আফরোজ রিতু,তাহামিনা বেগম সহ অনেকে।
পরে আলোচনার শেষে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোকিত/৩১/০৫/২০২৪/আকাশ