আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থীদের  পিটিয়ে জখম

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোঃ ফরহাদ রেজা : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর সভা চিকাজানী এলাকায় হযরত মাওলানা সূফি কুরবান আলী (রহ) হাফিজিয়া মডেল মাদ্রাসা ও নূরানী কিন্ডার গার্ডেন শিক্ষক দ্বারা  শিশু শিক্ষার্থীদের পিটিয়ে জখম  করা হয়েছে  বলে  অভিযোগ উঠেছে।
জানা যায়,গতকাল রোববার ঐ মাদ্রাসার শিক্ষক মোঃ সাকিব  মিয়া  তার হাতে ঘড়ি হারানোকে কেন্দ্র করে চারজন শিক্ষার্থী কে  পিটিয়ে জখম করেছেন। শিক্ষার্থীরা হলেন, মোঃ নাঈম মিয়া (১২),মোঃ মোনাইম (১২),মোঃ সাকিন (১০), মোঃ তুষার (১১)।
এ বিষয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে মাদ্রাসার অন্যান্য  শিক্ষকরা বলেন, এটা আমাদের একান্ত বিষয় আপনাদেরকে এখানে কে পাঠিয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, এ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে  প্রায় এরকম ঘটনা ঘটে থাকে।
এ ব্যাপারে মাদ্রাসাটির  প্রিন্সিপাল আলহাজ্ব শাহ মোহাম্মদ ইফরাইম জানান, আমি ঢাকায় আছি। ঘটনাটি শুনেছি, আমার মাদ্রাসার শিক্ষার্থীদের মারধর করা  কোন নিয়ম নেই। হাফেজ শিক্ষকটি নতুন তাই সে কাজটি ঠিক করেনি। খবর পয়ে আমি তাকে মাদ্রাসা থেকে বহিষ্কারের আদেশ দিয়েছি।
আলোকিত/৩০/০৫/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -