ইমরান হোসেন (বিশেষ প্রতিনিধি): এই সরকারের আমলে জনগনের জান মালের নিরাপত্তা নাই, এমনকি নিজ দলের পার্লামেন্টের মেম্বারের জীবনেরও কোন নিরাপত্তা নাই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম । তিনি বলেন, এ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিনত করেছে। পুলিশি ক্ষমতা ব্যবহার করে বেশিদিন টিকে থাকা যায় না।
আহত নির্যাতিত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আব্দুস সালাম ২৬ মে রোববার আহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের দেখতে ২৯ নং ওয়ার্ড বিএনপি নেতা এনামুল হাসান হালিম এর বাসভবনে যান। সেখানে আহত ও কারানির্যাতিত নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম আরো বলেন আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে তার রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে। তারা আজ জনবিচ্ছিন্ন হয়ে পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে। এভাবে আর বেশিদিন টিকে থাকা যাবে না, অচিরেই তাদের পতন হবে। তখন যাদের উপর অত্যাচার হয়েছে তাদের যাথাযত মুল্যায়ন করা হবে।
আব্দুস সালাম নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন শোনেন আল্লাহর মাইর দুনিয়ার বাহির, দেখছেন না সাবেক আইজিপি ধরা খাইছে, এভাবে এক এক করে যারা জোরজুলুম করছে তাদের সবাই ধরা খাবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন আজ দূর্বিসহ, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আপনারা যার যার অবস্থান থেকে তাদের সংগঠিত করার চেষ্টা করেন। আওয়ামীলীগের পায়ের তলায় মাটি নেই উল্লেখ করে আব্দুস সালাম আরো বলেন আপনারা কি শুনেন নাই ১৪ দলীয় জোটের শরীক দিলিপ বড়ুয়া যে বলছে আওয়ামীলীগের ৮০ ভাগ এমপি সন্ত্রাসী ও চোরাকারবাড়ি। আওয়ামীলীগের মুখোশ বিশ্ব দরবারে খুলে গেছে।
দেশে রিজার্ভ শূন্যের কোঠায় নামতে শুরু করেছে। তাই জনগনকে সংগঠিত করার চেষ্টা করেন, জনগন যদি আর একটু রাজপথে নামে, আমরা যদি তাদের নামাইতে পারি তাহলে সরকারের পতন এবার নিশ্চিত।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য হাজ্বী শহিদুল ইসলাম বাবুল সহ চকবাজার থানা ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোকিত/২৭/০৫/২০২৪/আকাশ
বেনজির ধরা খাইছে, একে একে আরো ধরা খাবে : আব্দুস সালাম

-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -