আজ সোমবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর ফুটপাত ও বাসবে দখল মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের অভিযান

আরো খবর

বিশেষ প্রতিনিধি:
রাজধানীর যানজট নিরসন ও সড়কগুলোতে অবৈধ পার্কিং-ফুটপাত হকার  দখলমুক্ত করতে  ১৯ মে রবিবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মিরপুর জোন ট্রাফিক পুলিশ বিভাগ। এদিন সকাল থেকে  মিরপুর এক নাম্বার, মুক্ত বাংলা, মুক্তি যোদ্ধা মার্কেট, মিসকোসুপার, কোঅপারিটিভ , শাহাআলী মার্কেট এর  রাস্তার দুপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মিরপুর  ট্রাফিক ইন্সপেক্টর মোস্তফা জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা এবং ডিসি ট্রাফিক জনাব জসিম উদ্দিন এর তত্ত্বাবধানে  সড়কের পাশে অবৈধ পার্কিং এবং ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না। মিরপুর  ট্রাফিক জোনের সহকারী-পুলিশ কমিশনার হালিমুল হরুন বলেন, ‘সড়কের দুপাশে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। এতে লোকজন ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না। ফলে মেইন রাস্তায় নেমে চলাচল করতে হয়, যার কারণে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। এজন্য জনগণকেই সচেতন হতে হবে। ফুটপাত দখলমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই ফুটপাত দখল করে ভ্যান বসানো কার্যক্রম করতে দেওয়া হবে না।’
আলোকিত প্রতিদিন /১৯মে-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -