আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় কৃষক সমিতির মানববন্ধন ও সমাবেশ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোঃ সোহাগ  (বিশেষ প্রতিনিধি ): পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা কৃষক সমিতির সভাপতি জি.এম মাহবুবুর রহমান সহ কৃষক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা কৃষক সমিতির আয়োজনে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।কলাপাড়া উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ন্যাপ নেতা খান মতিউর রহমান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ  ক্ষেত মজুর সমিতি কলাপাড়া শাখার আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, উন্নয়ন কর্মী মোসা.রাবেয়া আক্তার, কৃষক নেতা গাজী আলতাফুর রহমান সহ প্রমূখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন’ কৃষক নেতা জি.এম.মাহবুবুর রহমান এলাকার কৃষকের স্বার্থে, কৃষকদের অধিকার রক্ষায় সব সময় আন্দোলন সংগ্রাম করেন। এতে এলাকার একটি স্বার্থান্বেষী মহল অহেতুক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে এলাকার কৃষকদের নিয়ে কঠিন কর্মসূচি  দিবেন বলে বক্তারা উল্লেখ করেন

আলোকিত/১৩/০৫/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -