আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

একেএম ফারুক হোসেন: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যেগে দেশব্যাপী ৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের অংশ হিসেবে আজ ১১ মে শনিবার বিকালে নোয়াখালী আবদুল মালেক উকিল সড়কে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা জাতীয় শিক্ষাক্রম ২০২১ অবিলম্বে বাতিলের দাবি করে বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি ও বাণিজ্যিকীকরণ এবং শিক্ষা ব্যবস্থাকে সংকোচনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতেছেন। এসময় বক্তারা ৬ দফা দাবী তুলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবিগুলো হচ্ছে, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা পদ্ধতি বহাল রাখা, নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো যাবে না, পরীক্ষা মূল্যায়নে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ চিহ্নিত প্রথা এবং শ্রেণী শিক্ষকদের হাতে নম্বর রাখার বিধান বাতিল, একাদশ-দ্বাদশ শ্রেণিতে পর পর দুটি পাবলিক পরীক্ষা বাতিলকরণ, প্রতি ক্লাসে সনদ ও রেজিষ্ট্রেশনের নামে বিদ্যালয়গুলোতে বাণিজ্য বন্ধে পদক্ষেপ নেওয়া ও শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ প্রদান। এসময় ছাত্র ফ্রন্টের নোয়াখালী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  সংক্ষিপ্ত পথসভার পর উপস্থিত পথচারীদের মাঝে তারা লিফলেট বিতরণ করেন।

আলোকিত/১১/০৫/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -