মোঃ ফরহাদ (দেওয়ানগঞ্জ, জামালপুর প্রতিনিধি): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান তাসলিমা আক্তার লিপি কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ৬ মে ( সোমবার) সানন্দবাড়ী প্রেসক্লাবে এ মতবিনিময় সভা হয়। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তাসলিমা আক্তার লিপি জানান, তিনি ব্যক্তিগত জীবনে একজন পরিচ্ছন্ন রাজনীতির মানুষ। ছাত্রজীবন থেকে অদ্যাবধি পর্যন্ত সামাজিক কর্মকাণ্ড ও রাজনীতির সঙ্গে জড়িত। দলের ত্যাগী নেত্রী হিসেবে এবার উপজেলা পরিষদে ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। তাছলিমা আক্তার লিপি বলেন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট স্কুল কলেজসহ সন্ত্রাস, মাদক নির্মূলসহ সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবেন।
আলোকিত/০৬/০৫/২০২৪/আকাশ