কালীগঞ্জে গরু খামারিকে বাড়িতে ডেকে টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকি

0
308

মতিয়ার রহমান: ঝিনাইদহ কালীগঞ্জে কোলা ইউনিয়নের তেঘরী গ্রোমের গরুর খামারী ব্যবসায়ী কামরুল ইসলাম এর কাছ থেকে ১.৮০০০০ হাজার টাকার ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ব্যাথলী গ্রামের গরুর দালাল ইসলাম এর উপর। ভুক্তভোগী কামরুল ইসলাম জানায়  গত ২৩ মার্স ২০২৪ ইং তারিখ বেথুলি গ্রামের জনৈক মনো ঘোষ-এর নিকট থেকে গরু ক্রয়য়ের জন্য অগ্রীম বাবদ ইসলাম এর কাছে ৩৫,০০০/- টাকা প্রদান করি। কিন্তু পরবর্তীতে উক্ত গরুতে কিছু শারীরিক সমস্যা থাকায়  থাকায় গরুটি আমি ক্রয় না করে অগ্রিম এর টাকা ফেরত দিতে বলি। তখন ইসলাম আমাকে কিছু না বলে উক্ত মনু ঘোষ এর নিকট থেকে ১০,০০০/- টাকা নিয়ে গিয়েছে।পরবর্তীতে আমি মনো ঘোষ-এর নিকট অগ্রিম টাকা ফেরত চাইলে সে আমাকে ২৫,০০০/টাকা ফেরত দেয়।বাকি টাকার কথা জানতে চাইলে সে বলে যে ইসলাম উক্ত ১০,০০০/-টাকা নিয়েগিয়েছে।আমি ইসলামের নিকট এই বিষয়টি জানতে চাইলে সে টাকা নেয়ার কথা স্বীকার করে। পরবর্তীতে বিভিন্ন সময়ে সে ৫,০০০/- টাকা ফেরত দেয়।বাকি টাকা চাইতে গেলে আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে বাহানা করতে থাকে। অদ্য বারোবাজার হাট থাকায় আমি সেখানি গরু বিক্রি করে ১,৮০,০০০/-টাকা নিয়ে বাসায় ফিরে সেখানে অবস্থান করি। এর মধ্যেই অদ্য ২৯/০৪/২০২৪ ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকার সময় ইসলাম আমাকে তার ব্যবহৃত ০১৭৩০-৯৬৭৮৯১ মোবাইল থেকে ফোন দিয়ে বলে যে  কাদিরডাঙ্গা গ্রামে একটা গরু আছে। আমি যেনো তাড়াতাড়ি টাকা নিয়ে চলে আসি। আমি সেই মোতাবেক আমার লাটা গাড়ির ড্রাইভার নাইম কে নিয়ে মটর সাইকেল যোগে বিকাল ৪.১৫ ঘটিকার সময় কাদিরডাঙ্গা গ্রামে যায়। সে সময় আমার পকেটে  ১,৮০,০০০/- টাকা ছিলো। কাদিরডাঙ্গা গ্রামে গরুর মালিকের বাড়ি গরু দেখে দামাদামি এক পর্যায়ে ইসলাম আমাকে বলে যে আপনি রাস্তায় গিয়ে দাড়ান আমি কথা বলে আসছি আমি মটর সাইকেল মিয়ে রাস্তার উপর দাড়াই এর মধ্যে ইসলাম অন্য আর একজনের  নিকট গরুটি বিক্রি করে দেয়। আমি সেই সময় তার নিকট  আমার পূর্বের পাওনা টাকা চাইলে সে আমাকে ১,০০০/- টাকা দিয়ে বলে এখন আর দিতে পারব না। আমি সম্পূর্ণ টাকা দিতে বললে সে বলে যে তাহলে তার বাড়ি যেতে হবে। আমি সরল বিশ্বাসে আমার মোটরসাইকেলে আমার সঙ্গী নাঈমকে নিয়ে ইসলামের বাড়ি যায়। বাড়ির গেটে পৌঁছে ইসলাম হঠাৎ আমার জামার কলার ধরে বলে যে,তোকে আজ মেরে ফেলবো। সে আরও লোকজনকে চিৎকার করে ডাকতে থাকে। এমন অবস্থায় তার স্ত্রী ও মেয়ে আমার সামনে বেরিকেট দেয় ইসলাম আমার জামা টেনে ছিড়ে আমার পকেট থেকে ১,৮০,০০০ টাকা কাড়িয়া নেয়। এবং বলতে থাকে যে এখনই এই স্থান ত্যাগ কর না হলে তোকে খুন করে ফেলবো। এই ঘটনার সময় আশ পাশের মহিলা  জড়ো হয় বিষয়টি তারা দেখেন।  আমি প্রাণের ভয়ে আমার সঙ্গী নাঈমকে নিয়ে তৎক্ষণাৎ উক্ত স্থান ত্যাগ করে পরবর্তী স্থানীয় মেম্বারকে বিষয়টি জানালে সে আমাকে বলে যে ইসলাম খারাপ প্রকৃতির লোক তার বিষয়ে আমি কোন মীমাংসা করতে পারব না। আমি আশপাশের আরো লোকজনের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে সবাই বলে যে ইসলাম এ ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটেছে এমত অবস্থায় আমি কোন উপায়ান্ত না পেয়ে থানায় অভিযোগ করতে বাধ্য হয়। এরপর আমাকে কালিগঞ্জ থানা পুলিশ অভিযোগটি নিয়ে তত্তিপুর পুলিশ ফাঁড়িতে যেতে বলে । এর  আমি তত্তিপুর পুলিশ ফাঁড়িতে যায়  পুলিশ ফাঁড়ির দায়িত্বরত আইসি আমার বিষয়টি শুনেন এবং আমাকে বলেন আমি বিষয়টি নিয়ে তদন্ত করে আপনাকে ডাকবো। এর আমি বিষয়টি  দৈনিক আলোকিত প্রতিদিনের সাংবাদিক মতিয়ার এর  কাছে বিষয়টি অবগত করি। তিনি সরজমিনে  গিয়ে ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ ও সত্যতা যাচাই করে আসেন। তিনি আরো জানান আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সহ ইসলাম যে সকল অপকর্মের সাথে যুক্ত আছে সকল অপকর্মের একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির যাবে দাবি জানাই প্রশাসনের নিকট।

আলোকিত/০৪/০৫/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here