বাংলাদেশে গ্রিক কবি সি পি কাভাপি বিশ্বদিবস উদযাপন

0
240
বিশেষ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, সোমবার, বিকেল ৪ টায় প্রখ্যাত গ্রিক কবি সি পি কাভাপি বিশ্বদিবস উপলক্ষ্যে ৫টি সাহিত্য সংগঠনের উদ্যোগে কাঁটাবন সংলগ্ন কবিতা ক্যাফে মিলনায়তনে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি পি কাভাপি দিবস উদযাপন কমিটির বাংলাদেশ প্রতিনিধি কবি রেজাউদ্দিন স্টালিন। সম্মানিত অতিথি ছিলেন ড. মাহবুব হাসান,অধ্যাপক আহমেদ রেজা,কবি আসলাম সানী,কবি আবদুর রব,কবি কবীর হোসেন তাপস,কবি কামরুল হাসান, কবি বিনয় বর্মণ।মুক্ত আলোচনা করেন কবি ক্যামেলিয়া আহমেদ,কবি হরষিত বালা,কবি আশরাফ মির্জা্ ,কবি রফিক হাসান,,কবি আসাদ কাজল,
কবি হোসেন।কবি স্বপন ভট্টাচার্যের বাংলা তর্জমায় সি পি কাভাপির কবিতা থেকে আবৃত্তি করেন ড. শাহাদাৎ হোসেন নিপু,মিতা আফরোজ,কবি আফিয়া রুবি,নাজিয়া আফরিন।নিবেদিত কবিতা পড়েন কবি লিলি হক,কবি রোকসানা রহমান, কবি আবদুল মজিদ,কবি কল্যাণ চক্রবর্তী, কবি আবুল খায়ের,কবি লাভলী তালুকদার,হাসান কামরুল , কবি লিলি শেঠ, কবি নূরে আক্তার, কবি পারভীন আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি ছিলো আলোচনায় সমৃদ্ধ। অসংখ্য কবিতাপ্রেমীর উপস্হিতি আয়োজনকে আনন্দময় করে তোলে।সার্বিক উপস্থাপনায় কবি সৈয়দ রনো।
আয়োজনে ছিলো-
সৈয়দ রনো- আলোকিত প্রতিদিন
ক্যামেলিয়া আহমেদ- অন্যধারা
জামসেদ ওয়াজেদ-জলছবি
আবুল খায়ের-প্রতিবিম্ব প্রকাশক
রোকসানা রহমান- শব্দকুঠি
সৌমিত্র দেব- রেড টাইমস
জায়েদ হোসেন লাকী- ঢাকা সাহিত্য পরিষদ।
কবি c p Cavafy বিশ্ব দিবস কমিটির প্রধান FounderYorgos Foudoulis
For all countriesWorld Day Kavafy.Member of Bangladesh part RezaUddin Stalin. Executive member of Greek Part Eva Lianou Petropoulou.
লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here