অবৈধভাবে পাচারকারকালে ২০০ ঘনফুট কাঠ উদ্ধার ও ১ টি মিনি ট্রাক জব্দ 

0
155
অবৈধভাবে পাচারকারকালে ২০০ ঘনফুট কাঠ উদ্ধার ও ১ টি মিনি ট্রাক জব্দ 
অবৈধভাবে পাচারকারকালে ২০০ ঘনফুট কাঠ উদ্ধার ও ১ টি মিনি ট্রাক জব্দ 
নিজস্ব প্রতিবেদকঃ 
অবৈধভাবে পাচারকালে কাঠ ভর্তি  ২০০ ঘনফুট গর্জন, তেলসুর গোল কাঠ উদ্ধার করা হয়েছে। এসময় পরিবহনকালে নিয়োজিত একটি মিনি ট্রাক জব্দ করা হয় । ২০ এপ্রিল শনিবার চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের টইটং বিটের নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশের রাস্তায় চকরিয়া হতে আরবশাহ বাজার যাওয়ার সময় অবৈধভাবে পাচারকালে গাছ ভর্তি মিনি ট্রাক জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক। তিনি বলেন,নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক ভর্তি গর্জন, তেলসুর গোল কাঠ উদ্ধার করা হয়। এসময় ২০০ ঘনফুট বিবিধ প্রজাতির কাঠ জব্দ করা হয়। সংশ্লিষ্ট জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।
এদিকে নিয়মিত অভিযান তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে প্রতিনিয়ত তাঁকে বেগ পেতে হচ্ছে। আক্ষেপ করে তিনি বলেন, সরকারি  বনজ সম্পদ রক্ষায় কাজ করছি। কিন্তু কাঠ পাচারকারী সিন্ডিকেট, পাহাড়খেকো,বালুখেকো সিন্ডিকেট  একাট্টা হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রতিটি অভিযানের পর সিন্ডিকেট কর্তৃক প্রাণনাশের হুমকি পেতে হচ্ছে । এ সিন্ডিকেট এতোটা শক্তিশালী যে সামাজিক মর্যাদা নষ্টের পাশাপাশি সম্মানহানির মতো জঘন্যতম কর্মকান্ডে লিপ্ত হয়েছে। রীতিমতো আমাকে এসব মোকাবিলা করে প্রকৃতি, বন  ও বনজ সম্পদ রক্ষায় কাজ করতে হচ্ছে । তিনি আরো বলেন, প্রজাতন্ত্রের এক নিষ্ঠ কর্মচারী হয়ে দেশের জন্য কাজ করছি। কিন্তু অপশক্তি নিজেদের স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে ঘৃণ্যতম অপপ্রচারে লিপ্ত হয়েছে। মনোবল বৃদ্ধি এবং কাজের প্রতি প্রেষণা সৃষ্টিতে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
অভিযানে টইটং বিট কর্মকর্তা জমির উদ্দিন, বারবাকিয়া রেঞ্জের স্টাফবৃন্দ সহ উপকারভোগীগণ অংশগ্রহণ করেন। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, বন ও  বনজ সম্পদ রক্ষায় বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন। বনভূমি জবরদখল ও পাহাড়কর্তনকারী  যত বড় প্রভাবশালী হোক না কেন বন অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বনবিভাগের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বনবিভাগের নিয়মিত টহল জোরদার করা হয়েছে ।অবৈধভাবে পাহাড়ি মাটি,বালি  ও কাঠ পাচার রোধে বনবিভাগের নিয়মিত অভিযানও চলমান রয়েছে। সরকারি সম্পদ রক্ষার্থে বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন /২০ এপ্রিল-২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here