বেতাগীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ 

0
225
মো:সুমন মিয়া,বেতাগী
বরগুনার বেতাগীতে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত তিন সপ্তাহ ধরে হঠাৎ তরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৪৫০ জনের মতো ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এরই মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪১ জন। সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি রয়েছে ২৮ জন। এখানে প্রতিদিনই গড়ে ২০-২৫ জন রোগী হাসপাতালে আসছেন। কখনো কখনো এর সংখ্যা আরও বেড়ে যায়। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এত দিনে হাসপাতালে খাবার স্যালাইনের ও কলেরা স্যালাইনের সংকট না থাকলেও পরিস্থিতি ক্রমান্বয়ে বাড়তে থাকায় যে কোন সময় সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজন জানান, সরকারি হাসপাতালে মানুষ আসে বিনা পয়সায় চিকিৎসা নিতে। এখানে অন্য কোনো ওষুধ পাওয়া না গেলেও কলেরা স্যালাইন আর খাবার স্যালাইনটি পাওয়া যেত। এখন সেটি পর্যাপ্ত পরিমাণে না পাওয়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। সামর্থবানরা অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে ভর্তি হচ্ছেন বাহিরে। কিন্তু চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলোকে। উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমান (৩৫) বলেন, ‘ এখানে আসার পর হাসপাতাল থেকে একটি স্যালাইন সরবরাহ করা হয়। চিকিৎসকের নিদের্শনা অনুযায়ী এটি শেষ হয়ে গেলে শরীরে পুষ করার জন্য বাহির থেকে আরেক টি স্যালাইন ৩৬০ টাকায় কিনে এনে প্রস্তুুত রেখেছি। পরবর্তীতে কী হবে বলতে পারিনা। বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাহামুদুল হাসান বলেন, অবাধে খালের পানি ব্যবহার, ঋতু পরিবর্তন,  গরমে নষ্ট খাবার খাওয়ার কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here