আজ বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

‘নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত প্রতিবেদক

নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, নির্বাচনে আমার এক কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। এটা আমি তুলবই, যেভাবেই হোক। এটুক অন্যায় আমি করবোই, আর করব না। গত ২৬ মার্চ লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা যায়, আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলছেন—  আপনাদের টাকা লাগছে, আমি তো বাড়ির জমির বিক্রি করে দেইনি। আমার বেতন ভাতার টাকাও দেইনি। আমার পাঁচ বছরের বেতন-ভাতা ছাড়া ১ কোটি ২৬ লাখ টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না আমার। আগামীতেও থাকবে না। তবে এই ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে এইটা আমি তুলবই। এইটুক অন্যায় করব; আর করব না। তিনি বলেন, ওইসময় (২০১৪) তো এক টাকাও খরচ হয় নাই আমার। ২৫ লাখ টাকা শুধু ব্যাংকে সেটা জমা দিয়েছিলাম। সেটা টাকা ব্যাংক থেকে তুলে ২৭ লাখ টাকা দিয়ে ট্যাক্স-ফ্রি গাড়ি কিনেছি। ইচ্ছা করলে আমি এক কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারতাম। কিন্তু আমার যেহেতু টাকা নাই, আমি ২৭ লাখ টাকা দিয়ে কিনেছিলাম। এবার আমি কিনব, ওই টাকা দিয়েই কিনব। ওই টাকা আমি তুলে নেবো। নিয়ে আর কিছু করবো না। খালি এই ১ কোটি ২৬ লাখ টাকা তুলব আমি।

লোকিত প্রতিদিন/এপি

 

- Advertisement -

 

- Advertisement -
- Advertisement -