আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ডাকাত ধরে কাঁধে করে নিয়ে এলো পুলিশ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত প্রতিবেদক-

জীবন ডাকাত ওরফে জীবন মিয়া (৩৫) একজন কুখ্যাত ডাকাত ও মাদক কারবারী। তার বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মামলা আছে। সেসব মামলায় রয়েছে গ্রেফতারি পরোয়ানাও। সেই জীবন ডাকাতকে গ্রেফতারের পর কাঁধে করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশের কাঁধে ডাকাতের ছবিটিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় তখন। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে। জীবন ডাকাতকে আটক করার এই চিত্র শুক্রবার (২২ মার্চ) বিকালের। আর এই চিত্রগল্পের নায়ক এএসআই কামরুল ইসলাম। তিনিই কাঁধে করে নিয়ে যান জীবন ডাকাতকে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবন ডাকাতকে গ্রেফতারের অভিযানে যায় এসআই রুপম দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাওড়ের মাঝে ধানখেতের মধ্য দিয়ে দৌড়ে পালাতে শুরু করে জীবন ডাকাত। পুলিশও জীবন ডাকাতের পিছু পিছু দৌড়াতে থাকে তারা। এক পর্যায়ে আটক হয় জীবন ডাকাত। কিন্তু আটকের পর জীবন ডাকাত হেঁটে আসতে না চাইলে এএসআই কামরুল তাকে কাঁধে করে নিয়ে আসেন।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই রুপম দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ওই এলাকায় জীবন ডাকাত অবস্থান করছে। এ সময় আমাদের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে জীবন ডাকাতকে আটক করতে সক্ষম হন। আটকের পর তিনি আর হেঁটে আসতে চান না, তাই তাকে কাঁধে নিয়ে আসা হয়।

লোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -