আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ কোটি টাকার অবৈধ জাল জব্দ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোঃ জিয়াউল ইসলাম:

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে তিন লক্ষ আশি হাজার মিটার চরঘেরা অবৈধ জাল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ  শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামানের  নেতৃত্বে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বলেশ্ব নদীর চরদুয়ানী লঞ্চঘাট, তালতলা,টেংরা,পদ্মা,হাজীরখাল, রুহিতা সংলগ্ন এলাকায়, একটি বিশেষ অভিযান পরিচালনা করে, তিন লক্ষ আশি হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য পাঁচ কোটি সত্তর লক্ষ টাকা। অভিযানের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জাল ব্যবহারকারীরা পালিয়ে যায়। যার কারনে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মেরিন মৎস্য কর্মকর্তা মোঃ রিয়াজ হোসেনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আলোকিত প্রতিদিন/২৪ মার্চ-২৪ /মওম
- Advertisement -
- Advertisement -