আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্বধলায় নেশা জাতীয় ১০০ পিস ইনজেকশনসহ যুবক আটক

-Advertisement-

আরো খবর

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নেশা জাতীয় একশত পিস ইনজেকশনসহ ইয়াসিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ১৭ মার্চ রবিবার দিনগত রাতে উপজেলার কাজী সুপারমার্কেটের পিছনের পরিত্যক্ত ঘর থেকে ইয়াসিনকে ইনজেকশনসহ আটক করা হয়। সে একই উপজেলার বিশকাকুনি গ্রামের আব্দুল গফুর’র ছেলে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াসিন কৃষিপণ্য সামগ্রী বিক্রির দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত কৌশলের সাথে মাদক বিক্রি করে আসছিল।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ’র নির্দেশনায় বিশকাকুনি গ্রামে ইয়াসিনের কৃষিপণ্য দোকানে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় একশত পিস ইনজেকশনসহ তাকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে সকালে আদালতে প্রেরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/১৮ মার্চ-২৪ /মওম
- Advertisement -
- Advertisement -