আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে নবম শ্রেণীর ছাত্রের আ-ত্ম-হ-ত্যা

-Advertisement-

আরো খবর

মতিয়ার রহমান, কালীগঞ্জ       
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মেগুরখির্দ্দা গ্রামের অর্ক রায় (১৩) নামের এক নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। অর্ক রায় শ্রী বিনোদ রায়ের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে,গতকাল (শনিবার)সকালে অর্ক রায়কে তার মা পড়াশুনার বিষয়ে বকা দেন।তারপর অর্ক রায় ক্ষেতের জন্য রাখা কিটনাশক ঘরের দরজা বন্ধ করে পান করে।পরবর্তিতে বাড়ির লোকজন ঘটনাটি জানতে পেরে তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে নিয়ে যায়।ভর্তির ৩ ঘন্টা পর অর্ক রায় মারা যায় । এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু আজিফ জানান,এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
লোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -