আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ইউসেফের  আলোচনা সভা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউসেফ বাংলাদেশ ১০ই মার্চ জাতীয় প্রেস ক্লাবে একটি গোল টেবিল কনফারেন্স এর আয়োজন করে। ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিম এর সভাপতিত্বে উক্ত গোল টেবিল কনফারেন্স এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জনাব কেয়া খান। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ হিউম্যান রাইটাস্ ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী জনাব অ্যাডভোকেট এলিনা খান, সাবেক কান্ট্রি ডিরেক্টর পপুলেশন কাউন্সিল ও সদস্য পরিচালনা পর্ষদ ইউসেফ বাংলাদেশ ড. উবায়দূর রব, দৈনিক প্রথম আলো’র যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউসেফ বাংলাদেশ এর পরিচালনা পর্ষদের সদস্য জনাব তাহমনিা আক্তার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউসেফ উত্তর অঞ্চলের ব্যবস্থাপক জনাব, মো: আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপন করেন সিনিয়র অফিসার কমিউনিকেশন জনাব তামান্না মাহমুদ রিয়া এবং গোল টেবিল কনফারেন্স সঞ্চালনা করেন যমুনা টেলিভিশন এর অ্যাসাইনমেন্ট সম্পাদক জনাব রোখশানা আঞ্জুমান নিকোল। এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকা, চাকরীদাতা সংস্থার প্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা একটি সমৃদ্ধ অর্থনীতি গড়তে নারীর ক্ষমতায়নে-বিনিয়োগ বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।

আলোকিত প্রতিদিন/১১ মার্চ-২৪ /মওম

- Advertisement -
- Advertisement -