মতিয়ার রহমান কালীগঞ্জ (ঝিনাইদহ)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকায় মামুনুর রশিদ নামে এক কৃষকের ধরন্ত লাউ ক্ষেত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এ সময় লাউ গাছের মাচার তার কেটে দেওয়ায় মাটিতে নুইয়ে পড়েছে গাছগুলো। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই চাষী। শনিবার দিবাগত রাতে উপজেলার বলিদাপাড়া এলাকার হাফেজ মামুনুর রশিদের দেড় বিঘা জমিতে প্রায় ১৬০টি ধরন্ত লাউগাছ ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই চাষী। ক্ষেতেই কান্নাকাটি করছেন তিনি। চাষী হাফেজ মামুনুর রশিদ জানান, সকালে নিজের জন্য ক্ষেত থেকে একটি লাউ নিতে যান তিনি। এ সময় দেখতে পান লাউ গাছ মাটিতে পড়ে আছে। মাচার দড়ি কেঁটে দেওয়া। দেড় বিঘা জমিতে প্রায় ১৪৫টি লাউগাছ রয়েছে। এতে তার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ধার-দেনা করে তিনি বাণিজ্যিক ভিত্তিতে লাউয়ের চাষ করেছেন। এখনো বিক্রি করতে পারেন নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা কেউ ঘটাতে পারে বলে ধারণা করছেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। এদিকে লাউ গাছের সঙ্গে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এই ন্যাক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না তারা। এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি