আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

আখাউড়ায় মিললো মুক্তিযুদ্ধে ব্যবহৃত অবিস্ফোরিত মর্টারশেল 

-Advertisement-

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খুঁড়ে একাত্তরের মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। সোমবার আখাউড়ার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর গ্রামের হাসেম মিয়ার বাড়ি থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। জানা যায়, উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশে হাসেম মিয়ার বাড়িতে শ্রমিকরা  মাটিকাটার কাজ করার সময়   মাটির নিচ থেকে বড় আকারের একটি মর্টারশেল বেরিয়ে আসে। তখন বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ সেটিকে এসে নিজেদের হেফাজতে নেয়। এ ব্যাপারে আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, এটি ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। হয়তো সেই সময় শেলটি অবিস্ফোরিত থেকে যায়। তিনি আরো জানান,পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে নিয়ে মাটির গর্তে নিরাপদ স্থানে রেখেছে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনানিবাসের বোমা বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/৪ মার্চ-২৪ /মওম
- Advertisement -
- Advertisement -