বেইলী রোডের আগুনে স্ত্রী সন্তানসহ পুড়ে মারা গেলো মোবারকের পরিবারের ৫ সদস্য

0
141
বেইলী রোডের আগুনে স্ত্রী সন্তানসহ পুড়ে মারা গেলো মোবারকের পরিবারের ৫ সদস্য
বেইলী রোডের আগুনে স্ত্রী সন্তানসহ পুড়ে মারা গেলো মোবারকের পরিবারের ৫ সদস্য

মোঃ নিশাদুল ইসলাম:

রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় মোট নিহত হয়েছে ৪৬ জন। এ ঘটনায় ইতালি প্রবাসী সৈয়দ মোবারকসহ (৪২) একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। গত ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে মোবারকের চাচাতো ভাই সৈয়দ ফয়সাল বিষয়টি জানান। তিনি বলেন, তারা রাত ৮টার দিকে সৈয়দ মোবারক তার স্ত্রী স্বপ্না (৩৮), মেয়ে সৈয়দা তাশফি (১৭), ছেলে সৈয়দা নূর (১৫) ও সৈয়দ আব্দুল্লাহকে নিয়ে বাসা থেকে বের হন ‘কাচ্চি ভাইতে’ খাওয়ার জন্য। তারা সেখানে পৌঁছানোর পর এ দুর্ঘটনা ঘটে। এতে তারা সবাই মারা যান। সৈয়দ ফয়সাল বলেন, প্রবাসী মোবারকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তিনি ঢাকার মগবাজার এলাকায় থাকতেন। মোবারকের এক মাসের মধ্যে ইতালি যাওয়ার কথা ছিল। কিন্তু তার আর যাওয়া হলো না। এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আলোকিত প্রতিদিন/ ১ মার্চ-২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here