নাজমুল হাসান:
২৮ ফেব্রুয়ারি বুধবার দীর্ঘ ১৭ বছর পর কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখা কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা জেলা শ্রমিক ইউনিয়ন পরিষদ কোম্পানীগঞ্জ শাখা রেজিষ্ট্রেশন নং – বি ৯৩৮। শ্রমিক ইউনিয়নের কমিটি ৩০ সদস্য বিশিষ্ঠ করে ভিপি জাকির-সভাপতি,ফেরদৌস ভূইয়া – সাধারণ সম্পাদক, জহির উদ্দিন-সাংগঠনিক সম্পাদক করে কুমিল্লা জেলা মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ সহিদুর রহমান স্বাক্ষর করে অনুমোদন দেন। ৩০ সদস্য বিশিষ্ঠ কমিটিতে অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ নাছির উদ্দীন, সহ-সভাপতি মোঃ আবদুল আলীম, যুগ্ম আহবায়ক মোঃ ইমাম আলী,সহ-সম্পাদক আবুল খায়ের, দপ্তর সম্পাদক মোঃ আনিছুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ বাবুল মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ শাহ আলম,কোষাধ্যক্ষ মোঃ তাজউদ্দীন আহমদসহ বাকীদেরকে কার্যকরী সদস্য করে মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর বৃহত্তর কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়নের কমিটি হওয়ার বিভিন্ন পেশার পরিবহন শ্রমিকরা অনেক আনন্দিত। পেশাজীবি পরিবহন শ্রমিকরা বলেন আমাদের এই কোম্পানীগঞ্জ থেকে সারা বাংলাদেশের যানবাহন চলাচল করে কুমিল্লা সিলেট মহাসড়ক দিয়ে কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলা ছিলো না। অনিয়মের মধ্যে দিয়ে বিভিন্ন জেলের গাড়ি থামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতো। আমরা আমাদের দীর্ঘদিন নৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম এবং অনেক সুযোগ সুবিধা আমরা পাইনি। আশা করি এই নতুন কমিটির নেতৃত্বে যারা আসছে তারা আমাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।