শহীদুল ইসলাম রুবেল (নেত্রকোণা প্রতিনিধি): নেত্রকোণার দুর্গাপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একশত চার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার নলুয়াপাড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র মোঃ শফিকুল ইসলাম ওরফে রনি (২৮)। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব বুধবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুর্গাপুর থানাধীন সদর ইউনিয়নের চায়না মোড় এলাকায় একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে (এসআই) মোঃ শহীদুল ইসলাম তাহার সঙ্গিয় ফোর্সসহ দুর্গাপুর সদর ইউনিয়নের চায়না মোড়ে (২৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে উপজেলার নলুয়াপাড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র মোঃ শফিকুল ইসলাম ওরফে রনিকে একশত চার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। পরে বিজ্ঞ আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করার নির্দেশ প্রদান করেন।
আলোকিত/28/02/2024/আকাশ