জাহিদুল হক রনি, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশের একটি দল! পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) লোহাগড়া উপজেলার ০৮ নং দিঘলিয়া ইউনিয়নের বড়দিয়া বাজারে নিয়ামত মিয়ার চায়ের দোকানের সামনে থেকে এসআই সুমন হাওলাদার ও এসআই মীর আলমগীর হোসেন এর নেতৃত্বে লোহাগড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার পুত্র রফিকুল ইসলাম (৩৯) কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামের নিকট হতে ১ কেজি ৭ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে,লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন হাওলাদার ও এসআই মীর আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছে অবৈধ মাদকদ্রব্য ১ কেজি ৭ শত গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আরও বলেন, আমি লোহাগড়া থানার দ্বায়িত্ব নেওয়ার পর হতে এখন পর্যন্ত মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদকের ভয়াল থাবায় যুব সমাজ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ধারাবাহিক অভিযান চালিয়ে লোহাগড়া থানাকে মাদক মুক্ত রাখার ব্যক্ত করছি।
আলোকিত প্রতিদিন/এপি