আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে নোয়াখালী জেলা পুলিশ অপ্রতিরোধ্য

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

একেএম ফারুক হোসেন :

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত  অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং  অপরাধ নিয়ন্ত্রণে সারাদেশে মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেছে নোয়াখালী জেলা পুলিশ। পুলিশের আইজিপি হেডকোয়ার্টার থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে  প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে নোয়াখালী জেলা পুলিশ। এর পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সারাদেশে তৃতীয় স্থান করে নেয়। নোয়াখালী জেলা পুলিশের এমন অর্জনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যেও আনন্দের জোয়ার বইছে। খোঁজ নিয়ে জানা যায়, আগামী ২৮ ফেব্রুয়ারি বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মাঠে আনুষ্ঠানিকভাবে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম-এর হাতে পুরষ্কার  তুলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বিগত বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশ পুলিশের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে বাহিনীটিতে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে এ ধরনের পুরষ্কারের ব্যবস্থা করা হয় বলে জানা যায়। নোয়খালী জেলায় জাতীয় নির্বাচনের আগে যোগদানকৃত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম এসেই ‘দরজা খোলা’ সেবা নীতি চালু করে জেলা বাসীর হৃদয় জয় করে নেন; এর রেশ কাটতে না কাটতেই এমন বিরল সম্মান আইনের শাসন প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতন মহল।

আলোকিত/26/02/2024/আকাশ

 

- Advertisement -
- Advertisement -