শাহরিয়ার শামীম এর ‘তৃতীয় প্রহর’ আপন স্রোতে প্রবহমান মননের চিত্রকল্প

0
457
শাহরিয়ার শামীম
শাহরিয়ার শামীম

আলোকিত ডেস্ক:
পাঠকপ্রিয় লেখক ও কবি শাহরিয়ার শামীম। ছোটো গল্প, কবিতা, অণুগল্প সহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালিখির সাথে দীর্ঘ সময় ধরে জড়িত আছেন।
সোনারগাঁও ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে   হিসেবে কর্মরত আছেন। এতোকিছু ছাপিয়ে তিনি একজন আপাদমস্তক লেখক ও কবি। স্বাচ্ছন্দ্যবোধ করেন মানুষের মনোজগত পরিবর্তনের গল্প তাঁর লেখনিতে ফুটিয়ে তুলতে।
লেখালিখির পথচলা দীর্ঘ সময়ের। এই সময়ের পরিক্রমায় এবারের অমর একুশে বইমেলা ২০২৪’তে প্রকাশ পেয়েছে তাঁর লেখা কবিতার বই তৃতীয় প্রহর। এছাড়াও লিখেছেন অপেক্ষা,প্রথম প্রহর।তাঁর লেখালিখির উৎসাহ গ্রামবাংলার প্রকৃতি থেকেই অর্জিত।
কবিতার বই ‘তৃতীয় প্রহর’ উত্তরা হাউজ প্রকাশ করেছে এবং আগামী প্রকাশনী পরিবেশক হিসেবে রয়েছে। কবির শৈশব গ্রাম বাংলার প্রাণবন্ত বিকেলের গল্প এর মতই  লালমনিরহাঁট পাটগ্রাম কেটেছে ।
মানুষের স্বপ্নপূরণের প্রতীক্ষার প্রহর ও জীবনযাপনের গতিপ্রকৃতিতে যে ভিন্নতা রয়েছে এমনই উপজীব্যে রচিত কবিতাগুলো।
এছাড়াও বইটির ভূমিকা লিখেছেন ড. পৃথ্বিলা নাজনীন নীলিমা। কবিতার বইগুলো রকমারিতে পাওয়া যাচ্ছে।

 

আলোকিত প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি ২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here