পলাশবাড়ীতে সকল শ্রেনীপেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

0
181
পলাশবাড়ীতে সকল শ্রেনীপেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
পলাশবাড়ীতে সকল শ্রেনীপেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলার বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,সুশীল সমাজ এবং সাংবাদিকদের সাথে গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার সরকারি কর্মকর্তাদের সমস্যা ও সম্ভবণা,জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা সহ সকল শ্রেনী পেশার মানুষের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং স্মাট বাংলাদেশ গড়তে স্মাট সরকারি কর্মকর্তা ও এলাকার উন্নয়ন, উন্নত নাগরিক সুবিধা প্রদানে কর্মপরিকল্পনা প্রনোয়ন করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভার এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদু,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুল,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা,সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, উপজেলা সকল ইউনিয়ন পরিষদের সচেয়ারম্যানগণ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে একটি ক্রেষ্ট তুলে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এর আগে পলাশবাড়ী থানা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ও স্থানীয় উন্নয়ন মুলক কার্যক্রম পরিদর্শন,স্থানীয় গ্রাম পুলিশদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
আলোকিত প্রতিদিন/ ৯ ফেব্রুয়ারি ২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here