এম এইচ চৌধুরীঃ
সিভিল মিস চ্যালেঞ্জ পিটিশন প্রসেসিং ১১ জর্জ চেম্বার কোর্ট (CMP Judge in Chamber court)এর অ্যাপীলাত ডিভিশন এ টিআরপি রীট শুনানিতে পূর্বের অর্ডার বহাল রেখে এসআর নং-২০৭-আইন/আয়কর-০২/২০২৩ তারিখ ২৬ জন ২০২৩ এর অর্থাৎ টেক্স রিটার্ন পেপার (Tax Return Preparer TRP) বিধি মালা এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ টেক্স লয়ার’স এ্যাসোসিয়েশন (Bangladesh Tax Lawyers Association BTLA) এবং ঢাকা টেক্স বার এ্যাসোসিয়েশন (Dhaka Taxes Bar Association DTBA) যৌথভাবে একটি লিখিত আবেদন (Writ Petition) মহামান্য হাইকোর্ট ডিভিশনে দায়ের করেন। যার নম্বর ২৭৪/২০২৪ তারিখ ১০-১-২০২৪। মহামান্য হাইকোর্টে দায়েরকৃত Writ Petition শুনানি অন্তে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৪ সপ্তাহের জন্য Rule Nisi ইস্যু করে এবং ৬ মাসের স্থগিতাদেশ দেয়। মহামান্য হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে Civil Miscellaneous Petition (CMP) দায়ের করেন। মহামান্য আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করে রবিবার ২৮শে জানুয়ারী দুপুরে চেম্বার জজ আদালত এই আদেশ প্রদান করেন। এর ফলে আয়কর রিটার্ন প্রস্তুতকারী আবেদন আহবানের বিজ্ঞপ্তির কার্যক্রম আপাতত স্থগিতই থাকছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন মাননীয় এটর্নি জেনারেল এডভোকেট এ এম আমিনউদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সিনিয়র অ্যাডভোকেট শাহ, সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও এডভোকেট পলাশ চন্দ্র রায় মঞ্জুরুল হক প্রমুখ। রিটে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ারস এসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট খোরশেদ আলম, বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি ডঃ বি এন দুলাল, সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুজ্জামান খান দিপু, সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সাবেক ট্রেজারার, সৈয়দ জাফরুল হাসান অপু প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ২৯ জানুয়ারি ২৪/মওম