আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ভিজুয়াল ইকুপমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

-Advertisement-

আরো খবর

বাপ্পি এদবর:
তীব্র শীতে রাতের নগরীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ছিন্নমূল মানুষের জন্য, তাদের প্রশান্তির কথা চিন্তা করেই তাদের শীতের কাপড় দিয়েছে একটি সামাজিক সংগঠন।  Visual Equipment service provider Business Cooperative Society (Vespbs) এর  উদ্যেগে গতরাতে  “শীতবস্ত্র বিতরণ করেছে  ঢাকা ও চট্টগ্রাম এর বিভিন্ন স্থানে। সমাজের সুবিদাবঞ্চিত মানুষের মাঝে, প্রতিবছরের মত করে এবার ও তারা  শীতবস্ত্র বিতরণ করেছে।  তাদের এই ভাল উদ্যোগ দেখে তাদের সাথে কথা বলে দৈনিক বাংলাদেশ সংবাদ এর একটি টিম, এ সময় Vespbs এর  সভাপতি, মো: আবুল কাশেম মোল্লা বলেন, আমরা প্রতি বছরই অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি, তাছাড়া রমজানে ইফতার বিতরন থেকে শুরু করে, রক্ত দান কর্মসুচি, কারো বিয়েতে সহযোগিতা, অসুস্থ হলে তাদের পাশে থাকা, এক কথায় সামাজিক সকল কাজেই তাদের কাজেই আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে।  Vespbs সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব রহমান এর সাথে কথা বললে তিনি বলেন আমাদের ইচ্ছা ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার। আমরা চাই আমাদের দেখে যেনো সমাজের বিত্তবান মানুষেরা সমাজের ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়ায়। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন Vespbs এর  সভাপতি, মো: আবুল কাশেম মোল্লা,  সাধারন সম্পাদক, মো: মাহাবুব রহমান ও সংগঠনের EC কমিটির অন্যান্য সদস্যগণ।
আলোকিত প্রতিদিন/ ১০ জানুয়ারি ২৪/ এসবি
- Advertisement -
- Advertisement -