দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জে ৫১৬ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

0
245
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জে ৫১৬ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জে ৫১৬ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
মো: মহিদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনের ৫১৬টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় স্ব-স্ব উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনি সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম শুরু হয়। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন প্রত্যেক উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম ভোটকেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যান। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার বলেন, মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের ২৭টি কেন্দ্রে আজ রাতে নির্দিষ্ট সাব সেন্টারে ব্যালট পেপার পাঠানো হবে। সকাল বেলা সেখান থেকে ব্যালট পৌঁছে যাবে কেন্দ্রেগুলোতে। জেলার তিনটি আসনে ৬৫ ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫১৬টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৫১১টি ও অস্থায়ী কেন্দ্র পাঁচটি।
আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি ২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here