প্রতিনিধি, চট্টগ্রাম
নির্বাচনের আগের দিন আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মোহরা এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয়। চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক এলাকার চর রাঙামাটিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, “বাসটি পুলিশের রিকুজেশন করা। বাসটিতে করে মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল কেন্দ্রে ভোটের সরঞ্জাম নেওয়া হয়েছিল।” অফিসার বাহার উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ৭টার দিকে আমরা আগুন নেভায়। এদিকে ভোট ঘিরে আজ শনিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু করেছে বিএনপি। এ কর্মসূচি শুরু হওয়ার আগের রাতে রাজধানীতে বেনাপোল এক্সপ্রেসে আগুনে প্রাণ হারায় চারজনের। এদিকে বিএনপির হরতাল ও অবরোধের মধ্যে গত দুই মাসে প্রায় তিনশ যানবাহন নাশকতার শিকার হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৬ জানুয়ারি ২৪/ জেএইচ