রুহুল আমিন :
সিরাজগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। আজ মঙ্গলবার (২জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাজ উদ্দীন, এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) নাজমুল হক এর নের্তৃত্বে ডিবির একটি চৌকস দল সিরাজগঞ্জ সদর থানা এলাকার রহমতগঞ্জে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুরের মৃত কাইয়ুম বিশ্বাস এর ছেলে মমিনুল বিশ্বাস (৪৪)কে সন্দেহ হলে তাকে গ্রেফতার করে, এ সময় তার কাছ থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই নাজমুল বলেন, গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআর পর্যালোচনা করে জানা যায়, তার বিরুদ্ধে ০১ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আলোকিত প্রতিদিন/ ২ জানুয়ারি ২৪/ এসবি
- Advertisement -

