আজ শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইলে স্কুল শিক্ষক ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে কু-পি-য়ে জ-খ-ম

-Advertisement-

আরো খবর

মো: আজিজুর বিশ্বাস:
নড়াইলের কালিয়া উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে স্কুল শিক্ষক ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোবাশ্বের হোসেন ভূঁইয়ার (৫২) উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারি) সকালে জেলার কালিয়া উপজেলার খরড়িয়া-যাদবপুর খেয়া ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আহত মোবাশ্বের হোসেন ভুঁইয়া উপজেলার পাঁচগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই উপজেলার খরড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী জানান, ভুক্তভোগী আওয়ামীলীগ নেতা ও স্কুল শিক্ষক মোবাশ্বের হোসেন ভুঁইয়া কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে নিজ বাড়ি থেকে খড়রিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে খররিয়া-যাদপুর খেয়াঘাট এলাকায় পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে থাকা দুর্বৃত্তরা রামদা ও চাইনিজ কোরাল দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।  এসময় স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহতের ভাগ্নে মাজহারুল ইসলাম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কালিয়া থানায় এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, হামলার ঘটনায় এজাহার পেয়েছি। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।এলাকার পরিবেশ শান্ত আছে,
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -