কবি সৈয়দ রনোর জন্মদিন পালিত

0
539

দ্বীন মোহাম্মাদ দুখু:

১ জানুয়ারি ২০২৪ রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আসমা চৌধুরী মিলনায়তনে কবি ও সাংবাদিক সৈয়দ রনোর জন্মবার্ষিকী উদযাপিত হয়। অন্যধারা সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন কবি শাহীন রেজা। প্রধান অতিথি ছিলেন তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি ও ছড়াকার আসলাম সানী, কবি বকুল আশরাফ, কবি শাওন আসগর, কবি আশরাফ মির্জা, কবি শাহীন চোধুরী প্রমুখ। বক্তাগণ বলেন সৈয়দ রনো বাংলা কবিতার প্রতিবাদী কণ্ঠস্বর। গণমানুষের মুক্তির কথা তিনি সাহসের সঙ্গে উচ্চারণ করেন। কবিতা আবৃত্তি ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন কবি তন্ময় হারিস, কবি কল্যাণ চক্রবর্তী, কবি মোজাফফর বাবু, অধ্যাপক ড. জাহিদা মেহেরুননেসা, কবি দ্বীন মোহাম্মাদ দুখু, কবি আব্দুল মজিদ, কবি হারুন উর রশীদ, কবি হাসান কামরুল, কবি মতিউর রহমান মানু, কবি জহিরুল ইসলাম মঞ্জু, কবি বাদল হাওলাদার, কবি ইসমত আরা, কবি জাকিয়া আক্তার চৌধুরী, কবি সনাতন মিত্র, কবি রাকিব হাসান, কবি আতিকুজ্জামান খাঁন প্রমুখ। অনুষ্ঠানে গান করেন চামেলী চারু ও সিআইডি অফিসার সুলতানা চৌধুরী। উপস্থাপনা করেন কবি আফিয়া রুবি ও কবি লিলি শেঠ। অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন কবি ক্যামেলিয়া আহমেদ

আলোকিত প্রতিদিন/ ২ জানুয়ারি ২৪/ এসবি

আরো পড়ুন: অন্যধারার সাহিত্য আড্ডায় পশ্চিমবঙ্গের কবি সৈয়দ হাসমত জালাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here