আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কচ্ছপ গতিতে চলছে পটুয়াখালী ৪ আসনে মশালের প্রচারণা

-Advertisement-

আরো খবর

মোঃ বাইজিদ মিয়া:
পটুয়াখালী-৪ আসনের জাসদ মনোনীত প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ২০ ডিসেম্বর বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জাসদের কলাপাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল হকসহ উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, মশাল নিয়ে আমরা বসে নেই। আমরা প্রচার প্রচারনা চালাচ্ছি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি। যদি-ও মশালের নির্বাচনি প্রচারনা কচ্ছপ গতিতে চলছে। তিনি আরও বলেন,মুক্তিযুদ্ধ দেখেছি, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। মুক্তিযুদ্ধের মতোই আসন্ন সংসদ নির্বাচনে ভোটের মাঠে আরেকটি যুদ্ধে অংশ নিচ্ছি। দেশের চলমান আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমার এই যুদ্ধ। আগামী ৭ জানুয়ারি পটুয়াখালী-৪ আসনের সকল ভোটারদের উপস্থিত থেকে মশাল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। এছাড়াও আমি একজন গণমাধ্যম কর্মী। তাই এই যুদ্ধে গণমাধ্যম কর্মীসহ আমি সর্বস্তরের জনগণকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।
আলোকিত প্রতিদিন/ ২০ ডিসেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -