আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দ রনো’র কবিতা : ভাবের পদাবলী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ভাবের পদাবলী
সৈয়দ রনো

কানা মিয়ার কাণ্ড দেখে
ল্যাংড়া মারে লাথি
বিড়াল বলে দেখেই নেব
পোষ না মানা হাতি।

রাম ছাগলের রাজ্যসভায়
দেশ চালাবে গাধা
স্বৈরাচারে আইন বানায়
তুলতে হবে চাঁদা।

বিচার নামক রঙ্গশালায়
পায় না বিচার কেউ
ভাগ ঠকিয়ে পকেট ভরে
লাগছে পিছে ফেউ।

- Advertisement -

খটকা লাগায় তেলাপোকা
নেংটি ইঁদুর নাচে
রাবন নিজের জীবন নিয়ে
কোন মতে বাঁচে।

বাঘের পিঠে কাকের বাসা
খাচ্ছে ছিঁড়ে ঘাড়
আকাশ থেকে শকুন বলে
আসছে তেড়ে ষাঁড়।

সব হারিয়ে শিয়াল পণ্ডিত
মাখছে নাকে ঘি
যেমন খুশি তেমন চলুক
পশুর তাতে কি?

থাকতে সময় কেউ ভাবে না
যেমন গাঁজাখোর
ফন্দি আটা মিথ্যেবাদী
ঢেকুর তোলা চোর
ধরা খেয়ে সব হারাবে
যখন হবে ভোর।

১৫ ডিসেম্বর ২০২৩

- Advertisement -
- Advertisement -