আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দ রনো’র কবিতা দেশাত্মবোধ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

দেশাত্মবোধ
সৈয়দ রনো

চারপাশে উঠন্ত যৌবন
খেলা করে ভোরের স্নিগ্ধ সোনা রোদ
চিত্রার্পিত তিলোত্তমা নারীর সুঠাম দেহে
এঁকে দেই শব্দের নিখুঁত বুনন
কালজয়ী পঙ্ক্তিমালা।

কাব্যিক নান্দনিকতায়
নেশার পেয়ালা হাতে মন্দিরের প্রিয়া
দাঁড়িয়ে আছে সেই কবে থেকে।

কপালে অঙ্কিত প্রতিটি বর্ণ শব্দ
সেজেছে উজ্জ্বল নক্ষত্রের আলোয়।

- Advertisement -

সব সবুজ কালো হয়ে
লুকিয়েছিলো মেঘের আড়ালে
দিগন্তকে ছিনিয়ে এনেছি
বাংলার কাব্যিক চেতনায়।

দুরন্ত ষোড়শীর আনকোরা সুখের বাগানে
বপন করেছি দেশাত্ববোধের চারা
কাব্যময়তার নতুন ছন্দ।

০৬ ডিসেম্বর ২০২৩

- Advertisement -
- Advertisement -