রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন নূরে আলম সিদ্দিকী হক

0
297
ফাইল ছবি: নূরে আলম সিদ্দিকী হক
ফাইল ছবি: নূরে আলম সিদ্দিকী হক

আলোকিত ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজবাড়ীতে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ বিষয়ে কৃষক লীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক বলেন, যেহেতু দল থেকে মনোনয়ন বঞ্চিতদের নির্বাচনে অংশগ্রহণের কোনো বাধা-নিষেধ নেই, সেহেতু আমার কর্মী-সমর্থকদের অনুরোধে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দিয়েছি।
নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নৌকা বা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আমি নির্বাচন করছি না, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আওয়ামী লীগের বিকল্প প্রার্থী হতে যাচ্ছি। দল যেহেতু সুযোগ দিয়েছে তাই নির্বাচনে অংশ নিচ্ছি। ’

আলোকিত প্রতিদিন / ২৮ নভেম্বর ২০২৩/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here