আজ বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বায়েজিদ,সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ রোমান পথিক

-Advertisement-

আরো খবর

পারভেজ মোশারফ:
সাম্প্রতিক নরসিংদীর রায়পুরায় রায়পুরা উপজেলা প্রেসক্লাব নামে একটি সাংবাদিক সংঘঠনের আত্মপ্রকাশ হয়েছে। রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বায়েজিদ, সম্পাদক আবুল কালাম আজাদ ও কোষাধ্যক্ষ রোমান পথিক। এতে রায়পুরা উপজেলা প্রেসক্লাবের (২০২৩-২৫)’এ ৯ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি মো. বায়েজিদ মিয়াকে সভাপতি এবং নরসিংদির খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক এবং রুমান পথিক কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন।২৩ নভেম্বর বৃহস্পতিবার পৌর এলাকার থানা রোডে অবস্থিত রায়পুরা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সকাল ০৯:০০ঘটিকায় এক সভায় অনুষ্ঠিত হয়। সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এসময় রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মো. হারুনুর রশীদ, মো. জাকির হোসেন ও বিশিষ্ট্য লেখক  নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। কমিটি গঠনের পর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বায়েজিদ আহমেদ বলেন, বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রায়পুরা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতায় দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে রায়পুরা উপজেলা প্রেসক্লাব, এবং আগামী ১৫ দিনের মধ্যে সংবাদ সম্মেলনের পর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত হবে। উক্ত অভিষেক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য প্রচার করা হবে। আশা করি প্রিয় রায়পুরা বাসি আমাদের সহযোগিতা করবেন। এ সময় তিনি সকলকে ধন্যবাদ জানান।
আলোকিত প্রতিদিন/ ২৪ নভেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -