আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

‘রাজবাড়ী জেলার কবি ও কবিতা’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত ডেস্ক:
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরদার জাহাঙ্গীর আলম বাবলু সম্পাদিত ‘রাজবাড়ী জেলার কবি ও কবিতা’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান উদ্ধোধন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা। উদ্ধোধন শেষে অতিথিবৃন্দরা ‘রাজবাড়ী জেলার কবি ও কবিতা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন শেষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফকীর  আব্দুর রশীদ, সিআইডি বিভাগের অতিরিক্ত ডিআইজ খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, আনন ফাউন্ডেশনের সভাপতি কবি স.ম শামসুল আলম, সম্পাদক ও গবেষক নজরুল ইসলাম নঈম, রাজবাড়ী জেলার কবি ও কবিতা’র সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু। আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কবি রাজ্জাকুল আলমসহ অনেকে।

কথা বলছেন- রাজবাড়ী জেলার কবি ও কবিতা কাব্যগ্রন্থের সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু
কথা বলছেন- ‘রাজবাড়ী জেলার কবি ও কবিতা ‘কাব্যগ্রন্থের সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু

এ সময় আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী জেলায় জন্ম ও বসবাসকারী নবীন প্রবীণ ১৮৫জন লেখকের সংক্ষিপ্ত জীবনীসহ স্বরচিত কবিতায় সমৃদ্ধ কাব্যগ্রন্থের জাঁকজমকপূর্ণ প্রকাশনা উৎসবে লেখক লেখিকাদের মিলন মেলার সৃষ্টি হয়। জানা গেছে, সরদার জাহাঙ্গীর আলম বাবলু গত কয়েক মাস ধরে রাজবাড়ী জেলার লেখকদের লেখা সংগ্রহ করেন এ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছেন। ‘রাজবাড়ী জেলার কবি ও কবিতা’ তার প্রথম সম্পাদিত কাব্যগ্রন্থ।

 

আলোকিত প্রতিদিন/ ১২ নভেম্বর ২০২৩/ দ ম দ

- Advertisement -
- Advertisement -