মোঃ এরশাদ আলী, লংগদু
রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন মাইনীমুখ বাজারে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর আট বছর পূর্তি উপলক্ষ্যে এজেন্ট ব্যাংকিং এর সুযোগ সুবিধা সম্পর্কিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০১ নভেম্বর (বুধবার) বিকাল সাড়ে ৪ ঘটিকায় মাইনি বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং এর আট বছর পূর্ন উপলক্ষ্যে গ্রাহক সমাবেশ ও তথ্য হালনাগাদ কর্মসূচি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজান মোহাম্মদ নজরুল ইসলাম। মাইনীমুখ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, বায়তুশ শরফ কমপ্লেক্সে সুপার হাফেজ ফোরকান আহম্মদ, মাইনীমুখ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মেম্বার ও ডাচ্ বাংলা ব্যাংক মাইনীমুখ বাজার শাখার এজেন্ট শাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ্য উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা ডাচ-বাংলা ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে সবাইকে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং এ লেনদেন করার জন্য উৎসাহিত করা হয় ।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

