আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দ রনো’র কবিতা নীলাদ্র প্রহর

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নীলাদ্র প্রহর
সৈয়দ রনো

সোনালী রোদ্দুরে ভিজে গেছে
ময়ুর পেখম ডানা
চুপসে গেছে মলাট বন্ধ হৃদয়ের ভাবাবেগ
মুঠো মুঠো আলো অন্ধকারে বিলিয়ে
অসহায় পাগলপারা মন
চৈত্র খরতাপে জ্বলে পুড়ে
ফ্যাকাশে মলিন জীবনের গল্প
মস্তিষ্কের গ্রন্থিতে পোষা
পোষ না মানা জৈবিক উন্মাদনাও হয়েছে নিঃশ্বেস
পাহাড়পৃষ্ঠে চাপা পড়া দেহ
চিঁড়ে চেপটা হতে হতে কচুর পাতার
টলমলে জলের মতো
চোখের নিমিষেই ঝড়ে পড়ার শংকায়
জেগে থাকে ভোগবিলাসী রাত
চাঁদের হাসি ঠোঁটে মেখে পদ্মচোখের পাপড়ি নেড়ে
কে যেনো ডাকে
কে যেনো সুললিত কন্ঠে আক্ষেপের গাল ফুলিয়ে বলে
ওভাবে হামাগুড়ি দিয়ে পড়ে আছ কেন
এখনতো নিঃসঙ্গতার নীলাদ্র প্রহর
শুনতে পাচ্ছ না যাপিত জীবনের কলরব
শুনেও শুনি না কিছু
বুঝেও বুঝি না ওসব
ঝাপসা চোখে দেখি
অকাল বর্ষনে
গাছের ডগায় আঁটকে পড়া
ছিটেফোঁটা বৃষ্টির ক্ষয়িষ্ণু বিকেল
পাহাড় কষ্ট বুকে চেপে
ঘোলাচোখে তাকিয়ে দেখি
অন্ধকার আবৃত জীবনের পাঠশালায়
আঁধার ভেদ করে দাঁড়িয়ে আছে দূরন্ত শৈশব
স্মৃতির তেপান্তরে গোল্লাছুট খেলে চেতনার পৌরুষ
পাশেই নির্বাক দাঁড়িয়ে থাকে হন্তারক সময়
পাথরের পৃষ্ঠা উলোটপালোট করে পড়ি
কষ্টের কালি দিয়ে কাস্তে বাঁকা বিবর্ন হরফে লেখা
সুখ দুঃখমাখা জীবনের ইতিকথা ।

৩০ অক্টোবর ২০২৩

- Advertisement -
- Advertisement -