আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দ রনো’র কবিতা সোনালী রোদ্দুর

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সোনালী রোদ্দুর
সৈয়দ রনো

সোনালী রোদ্দুরে ভিজে
গেছে ময়ূর পেখম ডানা
চুপসে গেছে হৃদয়ের ভাবাবেগ
চৈত্র খড়তাপে জ্বলে পুড়ে
ফ্যাকাশে রঙিন
চিতার আগুনে পোড়া মরদেহ

হৃদয় গহীনে রক্ষিত
এক চিলতে ভালোবাসার
জৈবিক তারুণ্য
পাহাড় চাপে নুইয়ে পড়ে জীবন
কচুপাতার টলমল জল
চোখের নিমিষেই ঝরবে অবিরাম
শংকায় জেগে থাকে রাত

চাঁদের বাঁকা হাসি ঠোঁটে মেখে
পদ্মচোখে কে যেন ডাকে
কে যেনো ডাকে মোহিত কণ্ঠে
নিঃসঙ্গতার নীলাদ্র প্রহরে
কে যেনো অবিরাম ডাকে
মায়াবী কুহকিনী ডাক
তখনো গাছের ডগায়
আটকেপড়া বৃষ্টিতে ক্ষয়িষ্ণু বিকেল

- Advertisement -

আমি ক্লান্ত চোখে তাকিয়ে দেখি
অন্ধকার আবৃত জীবনের পাঠশালায়
দাঁড়িয়ে আছে নিরন্তর শৈশব
স্মৃতিঘেরা জীবনের ঘোর
ফিকে হয়ে আসে সৌন্দর্যের তাবূত প্রতিচ্ছবি।

৩০ অক্টোবর ২০২৩

- Advertisement -
- Advertisement -