আজ বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়ায় ইসরায়েলি হামলা ৮ সেনা নিহত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার সেনাবাহিনীর অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৮ সিরীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ সেনাসদস্য। ২৫ অক্টোবর বুধবার গভীর রাতে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। গাজায় হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে সিরিয়ায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। সেসব হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলায় আট সেনা নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। বুধবার স্থানীয় সময় গভীর রাত ১টা ৪৫ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ভোরে জানায়, তাদের যুদ্ধবিমানগুলো সিরিয়ার সেনাবাহিনীর অবকাঠামো এবং মর্টার লঞ্চারগুলোতে হামলা চালিয়েছে। তাদের দাবি, মঙ্গলবার সিরিয়া থেকে ইসরায়েলের দিকে গোলাবর্ষণের জবাবে এই হামলা চালানো হয়েছে। আগে গত রবিবার সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পোর প্রধান দুই আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালায় হামাসের সাথে যুদ্ধে লিপ্ত ইসরায়েল। এতে দামেস্কে বিমানবন্দরের অন্তত দুই কর্মী নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় উভয় বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন। সেই হামলায় নিহত দুজনই বিমানবন্দরে আবহাওয়া বিভাগের অফিসে কর্মরত ছিলেন। এছাড়া রবিবারের সেই হামলার পর উভয় বিমানবন্দরে বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেওয়া হয়। গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরে এটি ছিল ইসরায়েলি বাহিনী দ্বিতীয় কোনও হামলা। গত ১২ অক্টোবর সিরিয়ার আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দরে একযোগে হামলা চালায় ইসরায়েল। ওই সময় ইসরায়েলি বিমান হামলায় দুই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল বলে জানায় সিরিয়া। এছাড়া চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার হোমস প্রদেশের একটি সামরিক কলেজে ড্রোন হামলার ঘটনা ঘটে। স্থানীয় একটি যুদ্ধ পর্যবেক্ষক গোষ্ঠীর তথ্য অনুযায়ী, হোমসের সেই ড্রোন হামলায় শতাধিক মানুষের প্রাণহানি হয়।

আলোকিত প্রতিদিন/ ২৫ অক্টোবর ২৩/মওম

- Advertisement -
- Advertisement -