প্রতিনিধি,নেত্রকোণা:
নেত্রকোণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক(অনূর্ধ্ব-১৭)২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা(অনূর্ধ্ব-১৭)২০২৩ এর ফাইনাল ও সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ৭দিন ব্যাপী শেষ হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস নেত্রকোণার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী খান খসরু (এমপি), এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ, নেত্রকোণা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এড. শামছুর রহমান, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা ইউনিট প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন,জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান , জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনিসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য প্রমুখ ও অংশ গ্রহণ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ৭ দিন ব্যাপী খেলার বালক বালিকার মোট ২২ টি দলের মধ্যে ফাইনাল খেলায় বালক চ্যাম্পিয়ন হয় পৌরসভা দল ও রানার্স আপ নেত্রকোণা সদর উপজেলা। বালিকা চ্যাম্পিয়ন দল কলমাকান্দা উপজেলা ও রানার্সআপ দুর্গাপুর উপজেলা। এ সময় বক্তারা বলেন ,খেলাধুলা শারীরিক ভাবে খুব উপকার এবং কিশোর কিশোরদের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেজন্যই প্রতিবছর এমন খেলার আয়োজন করে থাকে। এতে করে একদিকে যেমন শারীরিক উপকার হয় অন্যদিকে দেশের সুনাম অর্জন করবে। আজকে যারা বিজয় হতে পারোনি তাড়া আগামীতে ভালো করার আশ্বাস দেন।
আলোকিত প্রতিদিন/ ২১ অক্টোবর ২৩/মওম
- Advertisement -