আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দ রনো’র কবিতা ভাবের পদাবলী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ভাবের পদাবলী
সৈয়দ রনো

পাখির ডানায় ভাসে
মেঘের মিনার
দখিনা হাওয়ায় দোলে
মনিষার ফুল
রোদেলা আকাশ সাজে
বালিকা বিকেল
মন খুলে বলে দেই
ভালো লাগে তারে।

শরীরে বৃষ্টি মাখে
গুল্মলতা
মানবিক জয়গানে
সুর তোলে নদী
কঙ্কালও প্রাণ পায়
গদি পায় যদি
তবু বলি সুখ নেই
পাই নাতো দিশে
ধুত্তেরি ভালো লাগা
পাবো আমি কিসে।

হৃদয়ে উঠেছে আজ
রূপবতী চাঁদ
তাও ভাবি সুখ নেই
মরণের ফাঁদ।
মরণ ঘনিয়ে এলে
বাঁচাবেটা কে
এই কথা কবি বুঝে
বুঝেছে কি সে।

- Advertisement -

০৬-১০-২০২৩ইং

- Advertisement -
- Advertisement -