আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কালকিনিতে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

ইব্রাহিম সবুজ:
মাদারীপুর কালকিনিতে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিনটিকে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ৫ অক্টোবর ২০২৩ সকালে উপজেলার সর্বস্তরের শিক্ষকদের নিয়ে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শেষ হয়। পরে সেখানে কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা আশরাফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা। এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কালকিনি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কুদ্দুস, কালকিনি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মনির হোসেন, ক্রকিরচর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, শিক্ষক ফরিদ সরদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আলোকিত প্রতিদিন /০৫ অক্টোবর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -