এস এম শামুয়েল হক
দীর্ঘ ১০ বছর পর উপজেলা যুবলীগের পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় শেখ কামাল অডিটোরিয়ামে কলাপাড়া যুবলীগ এর আয়োজনে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শহিদুল ইসলাম শহীদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -৪ সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মহিবুর রহমান। বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম এবং সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ মাজহারুল ইসলাম ও অ্যাডভোকেট ডঃ সাইফুল ইসলাম সোহাগ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল আলম বাবুল খানেের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাঈদ এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বিকাশ হাওলাদার, মোঃ হুমায়ুন কবির, জহিরুল ইসলাম, এম.নয়া মিয়া নয়ন, মোঃ মাসুদুর রহমান, মোঃ সাবের আহাম্মেদ,যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোরসালিন আহমেদ প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ,যুবলী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একাধিক ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা সম্মেলনের স্থানে হাজির হন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি