জি এম ক্যাপ্টেন:
কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সকল স্তরের মানুষ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। কবির শেষ ইচ্ছে অনুযায়ী জন্ম শহর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে সমাধিত করা হয়। বুধবার সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শায়িত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর সমাধিতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলামসহ বিভিন্ন স্তরের মানুষজন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাক্ষ মোঃ মির্জা নাসির উদ্দীন, একুশে পদক প্রাপ্ত অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কবি পুত্র দ্বিতীয় সৈয়দ হক । কবির সমাধি নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও দ্রুত সমাধিকে ঘিরে কমপ্লেক্স নির্মাণের দাবি জানান তারা। দেশ বরেণ্য লেখক সৈয়দ শামসুল হকের সমাধি ঘিরে কমপ্লেক্সটি নির্মাণ হলে এখানে তার সাহিত্য কর্ম নিয়ে গবেষণা হবে। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাথর্ীরা এখানে এসে তার বই পড়তে ও গবেষণা করতে পারবে। বাংলা সাহিত্যের সব্যসাচী খ্যাত সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ার পৈত্রিক নিবাসে জন্মগ্রহণ করেন। সৈয়দ হক তার বাবা-মায়ের আট সন্তানের মধ্যে সবার বড়। বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ও মা হালিমা খাতুন। বাবা পেশায় ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার। বাংলা সাহিত্যের সব শাখায় সমানভাবে পদচারণার জন্য সৈয়দ শামসুল হককে “সব্যসাচী লেখক” বলা হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কবি সৈয়দ শামসুল হকের কবরের সমাধি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। কমপ্লেক্সটি নির্মাণের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার কথা জানান তিনি।
আলোকিত প্রতিদিন /২৭ সেপ্টেম্বর ২৩/মওম
- Advertisement -